16 C
আবহাওয়া
১২:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » পূজা চেরির বিয়ে, দাওয়াত দিলেন সবাইকে!

পূজা চেরির বিয়ে, দাওয়াত দিলেন সবাইকে!

পুজা চেরি

বিনোদন ডেস্ক: নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। কিছুদিন আগেই ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানকে ঘিরে তার প্রেম-বিয়ে নিয়ে নানা গুঞ্জন রটে। তবে চুপ থাকেননি পূজা, কথা বলেছেন এসব প্রসঙ্গে।

এদিকে, সম্প্রতি বধূ সাজে পূজার বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়। নতুন করে আবারও ‘বিয়ে গুঞ্জন’র পালে হাওয়া লাগে। তবে এবার আর দেরি করে নয়, তাৎক্ষণিক সেই গুঞ্জনের উত্তর দেন পূজা। শনিবার (২১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের নানা বিষয় কথা বলেন তিনি।

সেখানে বিয়ের প্রশ্ন আসতেই পূজা বলেন, ‘আমার ও আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে খুব ধুমধামভাবে হবে। কাছের মানুষ যারা তারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে। আমি সবাইকে আমার বিয়েতে দেখতে চাই।’

বধূ সাজে প্রকাশিত ছবিগুলোর কথা জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘মানুষ এতো বোকা হয় কেন। এতোটা বোকা হওয়া উচিত না। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে, এটা একটা ফটোশুট ছিল মাত্র। যারা ভুল বুঝেছে তাদের আমি বোকা ছাড়া কিছুই বলব না। আপাতত আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। আর বাইরে আর কিছুই নেই।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ