বিএনএ ডেস্ক: রাজধানীতে ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির নাদিয়া (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাসচালক মো. লিটন (৩৮) ও হেলপার আবুল খায়েরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডার আনন্দনগর সার্জেন্ট টাওয়ার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাসচালক লিটন ভোলা জেলার ইলিশা ইউনিয়নের কালু মিয়ার ছেলে আর আবুল খায়ের একই জেলার বিদুরিয়া এলাকার হাসেম গারামির ছেলে।
রোবাবর বিকেলে নাদিয়া তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় ভাটারা এলাকায় ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। নর্দার্ন ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারে পড়ছিলেন নাদিয়া। তার বাবার নাম জাহাঙ্গীর। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা।
বিএনএনিউজ২৪/ এমএইচ