দোহাজারী(চট্টগ্রাম): দ: চট্টগ্রামের উপশহর কেরানীহাট এলাইট স্কলারশীফ পরীক্ষা এলাইট প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের সহযোগিতায় গত ২১ ডিসেম্বর ২০২৪ সম্পন্ন হয়েছে। কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসা ও এলাইট স্কুল এন্ড কলেজে অনুষ্টিত বৃত্তি পরীক্ষায় সাতকানিয়া ও চন্দনাইশের ৪৫টি প্রাইমারী স্কুল, ৮টি কে জি স্কুল, ৯টি মাদ্রাসা সহ ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর মোট ৫৬৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন, এলাইট ট্রাষ্টের চেয়ারম্যান জসিম উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর রবিউল হাসান খোকন,পরীক্ষা কমিটির আহবায়ক ও এলাইট প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের সভাপতি নেজাম উদ্দিন,পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রথম আলোর সাংবাদিক মুহাম্মদ মামুনুর রশিদ, সাংবাদিক জাহাংগির,এলাইট ট্রাষ্টের পরিচালক যথাক্রমে জহির আহমদ,মোরশেদুল আলম, সাবেক চেয়ারম্যান মনির আহমদ,ডিরেক্টর যথাক্রমে মুজিবুর রহমান,বেলাল উদ্দিন,মাষ্টার মহিউদ্দিন,প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাইফুদ্দিন,সমন্বয়ক ও অধ্যক্ষ সমাইল মো: রাশেদ,সহ-সমন্বয়ক ও উপাধ্যক্ষ কামাল হোসাইন, সচিব যথাক্রমে বাবু অসীম ধর, মাষ্টার শাহজাহান,সহ-সচিব শওকতুল ইসলাম,সহ-সচিব মাওলানা ফজলূল কাদের,সার্বিক সহযোগিতায় ছিলেন,মাষ্টার ইউছুফ ও মাষ্টার হারুন।
পরীক্ষা চলাকালীন এলাইট প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ছাড়া ও চন্দনাইশ উপজেলা মাদ্রাসা প্রধান সংসদের সেক্রেটারী মাও:মোহাম্মদ মোজাহেরুল কাদের এবং ভাষা সৈনিক সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর মোহাম্মদসহ অনেকেই বৃত্তি পরীক্ষার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
বিএনএ, এসজিএন