দোহাজারী(চট্টগ্রাম): চন্দনাইশ উপজেলার পুর্ব সাতবাড়ীয়া মর্নিং বেল প্রি ক্যাডেট স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও পুরস্কার বিতরনী সভা স্কুল ময়দানে সম্প্রতি অনুষ্টিত হয়।
সহকারী শিক্ষক এম. ওয়াহিদের সঞ্চালনায় ও মর্নিং বেল প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্টাতা মো:শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ মাদ্রাসা প্রধান সংসদের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক ও অভিভাবক মো: মহিউদ্দিন, মো:আবদুল মালেক, স্মৃতি রানী নাথ,অধ্যক্ষ রাশেদা বেগম, শিক্ষিকা দিলু আরা বেগম, রেজিয়া বেগম নিলু,পাপড়ি নাথ,আখি আকতার,রুমা রানী নাথ,ও সাবেক শিক্ষার্থী মেহেরুননেছা মারজান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ, অন্তবর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সন্তান। উনার মত আমাদের সন্তানেরা দেশ গড়ার কারিগর হিসাবে যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠুক, এই প্রত্যাশা প্রত্যেক অভিভাবকের অন্তরে লালন করা উচিৎ।
বিএনএনিউজ, এইচ আর এস, এসজিএন