বিএনএ: ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে মিরপুর স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
উদ্বোধনী জুটিতে টাইগারদের ভাল সংগ্রহ দাঁড়ায়। তবে দলীয় ৩৯ রানের মাথায় জোড়া আঘাত করেন ভারতের জয়দেব উনাদকাট ও রবিচন্দ্রন অশ্বিন। জাকির হাসান ৩৪ বলে ১৫ আর নাজমুল শান্ত ফেরেন ৫৭ বলে ২৪ রান করে। প্রথম উইকেট নেন জয়দেব উনাদকাট আর দ্বিতীয়টি রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশের ৮২ রানের মাথায় তৃতীয় আঘাত করেন উমেষ যাদব। ৩৯ বলে ১৬ রান করা অধিনায়ক সাকিব আল হাসানকে ফেরান তিনি। ১৩০ রানের মাথায় চতুর্থ আঘাত করেন জয়দেব উনাদকাট। শিকারে পরিণত হন মুশফিকুর রহিম, ৪৬ বলে ২৬ রান করেন তিনি। ১৭২ রানের মাথায় বাংলাদেশের পঞ্চম উইকেট তুলে নেন অশ্বিন। ২৬ বলে ২৫ রান করা লিটন দাসকে সাজ ঘরে ফেরান তিনি।
২১৩ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। উমেষ যাদবের বলে ৫১ বলে ১৫ রান করে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। তখনও মমিনুল হক একপ্রান্ত আগলে রাখেন। তবে অপর প্রান্তে কোন ব্যাটর তেমন থিতু হতে পারেননি। নুরুল হাসান ৬ ও তাসকিন আহমেদ ফিরে যান ১ রানে। এরপর ২২৭ রানের মাথায় অশ্বিনের শিকারে পরিণত হন মমিনুল হক, ১৫৭ বলে ৮৪ রান করেন তিনি। একই ওভারের পঞ্চম বলে খালিদ আহমেদকেও শিকার করেন অশ্বিন। ফলে বাংলাদেশের স্কোর থেমে যায় ২২৭ এ। শেষ পর্যন্ত ৪ রানে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।
ভারতের পক্ষে রবিচন্দন অশ্বিন ও উমেষ যাদব ৪টি করে উইকের শিকার করেন। এছাড়া জয়দেব উনাদকাট তুলে নেন দুটি উইকেট।
বিএনএ/এ আর