33 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার 


বিএনএ, বাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে বিদেশি মদ ও ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াত (২৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার।

গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক শেখ আবুল হায়াত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার হাজেরাবাটি (মসজিদপাড়া) গ্রামের মৃত শেখ মনিরুলের ছেলে।

পুলিশ জানায়, ওই ভারতীয় যুবক আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে টহল পুলিশ তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে চার বোতল বিদেশি মদের বোতল ও একটি ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াতকে গ্রেপ্তার করা হয়।

ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালানের অভিযোগ একটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ