22 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে ৯ টন জাটকাসহ আটক ২

বরিশালে ৯ টন জাটকাসহ আটক ২


বিএনএ  বরিশাল : বরিশালে ৯ টন জাটকা জব্দ ও দুজনকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় জাটকা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোলঘর এলাকা থেকে তাদের  আটক করা হয়।

বরিশাল নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশ। এ সময় কুয়াকাটা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকে তল্লাশি করা হয়। ট্রাক থেকে ৭৬টি ককসিটের বক্সে ৯ টন জাটকা ইলিশ পাওয়া যায়। জাটকা ইলিশসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।

নৌ-পুলিশ সুপার জানান, জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। পরবর্তিতে আটক হওয়া দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র