15 C
আবহাওয়া
১০:২০ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » গাজার শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরাইলী হামলায় নিহত ১০০

গাজার শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরাইলী হামলায় নিহত ১০০

গাজার শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরাইলী হামলায় নিহত ১০০

মঙ্গলবার রাতে ও বুধবার(২২ নভেম্বর২০২৩) ভোরে গাজার শরণার্থী শিবির ও হাসপাতালে দফায় দফায় ইসরাইল বিমানে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১০০জন নিহত হয়েছে।

ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ

কামাল আদওয়ান হাসপাতালে উঠান জুড়ে মৃতদেহগুলিকে দেখা গেছে। বাবা-মায়েদের তাদের সন্তানদের মৃতদেহ শনাক্ত করতে জড়ো হতে দেখা যায়, কেউ কেউ দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন ও  সান্ত্বনা দেন।

ইসরাইল গাজায় পাখির মত মানুষ শিকার করছে। প্রাণ কেড়ে নিচ্ছে শিশু ও মহিলাদের। বুধবার সারাদিনও দখলদার ইসরাইল বাহিনীর বোমা হামলা অব্যাহত ছিল।

যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আগামী কয়েক ঘণ্টার মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

আজ বুধবার(২২ নভেম্বর২০২৩) পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ১৪হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে ৬ হাজারের বেশি শিশু। আহত হয়েছে ১০ সহস্রাধিক মানুষ। নিঁখোজ রয়েছে ৩ হাজার। ধারণা করা হচ্ছে নিঁখোজ নারী পুরুষ ও শিশুরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন।

বিএনএনিউজ, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ