33 C
আবহাওয়া
১২:১৪ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » ৫ মিনিটে আর্জেন্টিনার জালে সৌদির ২ গোল

৫ মিনিটে আর্জেন্টিনার জালে সৌদির ২ গোল

৫ মিনিটে আর্জেন্টিনার জালে সৌদির ২ গোল

বিএনএ,ক্রীড়াডেস্ক : আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ৫ মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার জালে পরপর দুটি গোল করে সৌদি আরব।

খেলার ৪৮তম মিনিটে আর্জেন্টিনার জালে সালেহের গোল সমতায় ফেরে সৌদি আরব। এরপর ৫৩তম মিনিটে সেলিম আল দাওসারির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব।

মঙ্গলবার আইকনিক লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সৌদির বিপক্ষে শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। মাত্র ১০ মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, অটামেন্ডি, টালিয়াফিকো, ডি পল, পারেদেস, পাপু গোমেজ, মেসি, লাওতারো, ডি মারিয়া।

সৌদি আরব: আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তাম্বক্তি, আল-বুলাইহি, আল-শাহরানি, আল-ফারাজ, কান্নো, আল-মালকি, আল-ব্রিকান, আল-শেহরি, আল-দাওসারি।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ