26 C
আবহাওয়া
২:১৫ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

বিএনএ,নাটোর: খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায়  পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।সোমবার(২২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শহরের আলাইপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।এ সময় বিএনপি নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পুলিশ জানায়, বিএনপির অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তারা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন। এসময় বিএনপির নেতা-কর্মীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন এবং ইটপাটকলে নিক্ষেপ শুরু করেন। হামলায় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন বলেন, বিএনপি নেতা-কর্মীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও একটি জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি শহিদুল ইসলামসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ