বিএনএ, রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি শুরু হবে বৃহস্পতিবার থেকে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতকে (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রাথমিকভাবে ভর্তিকৃত (কোটাসহ) শিক্ষার্থীদের আগামী ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর এর মধ্যে চূড়ান্ত ভর্তি হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত ভর্তির সময় গুচ্ছভুক্ত পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কসিট ও সনদপত্র, কোটায় ভর্তি প্রার্থীদের ভর্তি নির্দেশিকায় উল্লিখিত যথাযথ সনদপত্র নিয়ে আসতে হবে।
উল্লেখ্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী