22 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশকে বড় সংগ্রহ দাঁড় করানোর চ্যালেঞ্জ নিতে হবে

বাংলাদেশকে বড় সংগ্রহ দাঁড় করানোর চ্যালেঞ্জ নিতে হবে

Bangladesh-South Africa,South Africa in Bangladesh, 2 Test Series, 2024 -

স্পোর্টস ডেস্ক:  মিরপুর টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য একেবারেই ভালো ছিল না। সোমবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। তবে বল হাতে কিছুটা সান্ত্বনা এনে দিয়েছেন তাইজুল ইসলাম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলো স্বল্পতার কারণে ৬ ওভার বাকি থাকতেই প্রথম দিনের খেলা শেষ করা হয়। এর আগেই দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৪০ রান তুলে ৩৪ রানে এগিয়ে যায়।

বাংলাদেশের পক্ষে তাইজুল একাই ৫টি উইকেট শিকার করেছেন, যা ছিল দলের একমাত্র উজ্জ্বল দিক। ক্যারিয়ারের ১৩তম পাঁচ উইকেট শিকার করে তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন, যা ছিল তার জন্য একটি বড় অর্জন।

বাংলাদেশের ব্যাটিং ছিল দুর্বল, দক্ষিণ আফ্রিকার পেস বোলিং তাণ্ডবে মুশফিক ও লিটনরা টিকতে পারেননি। মাত্র ১০৬ রানে অলআউট হওয়া বাংলাদেশের জন্য মিরপুরে এটি দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস। সর্বোচ্চ ৩০ রান করেন মাহমুদুল হাসান জয়।

দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৪০ রান তুলে নিলেও তাদের লেজ এখনো বেরিয়ে আসেনি। কাইল ভারান্নে এবং মুল্ডার এখনো ক্রিজে আছেন, যথাক্রমে ১৮ ও ১৭ রানে অপরাজিত। বাংলাদেশকে আজ (মঙ্গলবার) তাদের দ্রুত আউট করতে হবে, যেন দক্ষিণ আফ্রিকার লিড বড় না হয়।

দক্ষিণ আফ্রিকার লিড নিয়ন্ত্রণে রেখে বাংলাদেশকে বড় সংগ্রহ দাঁড় করানোর চ্যালেঞ্জ নিতে হবে। প্রথম ইনিংসে ব্যাটিং করা যতটা কঠিন ছিল, দ্বিতীয় ইনিংসেও একই ধরনের পরিস্থিতি থাকবে। তবে টাইগারদের শক্তভাবে লড়াই করে ম্যাচে ফিরে আসার চেষ্টা করতে হবে।

মিরপুরের চ্যালেঞ্জিং উইকেটে শান্ত-লিটনদের কীভাবে পারফর্ম করবেন, তা সময়ই বলে দেবে। কিন্তু এই মাঠ তাদের জন্য অপরিচিত নয়, তাই তাদের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করাই স্বাভাবিক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত ১৪টি টেস্টে মুখোমুখি হলেও কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ১২টিতে হার এবং দু’টি টেস্ট ড্র করেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, নাইম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : আইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটস্কি, কাইল ভেরেইনি, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ড্যান পিয়েট।

বিএনএনিউজ24.কম, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ