24 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » আফগানিস্তান সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তান সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তান সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ,বিশ্বডেস্ক :পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আফগানিস্তান সফরে গেছেন। বৃহস্পতিবার(২১ অক্টোবর) কাবুল বিমানবন্দরে পৌঁছানোর পর মেহমুদ কোরেশিকে স্বাগত জানান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমদ খান।

শাহ মাহমুদ কোরেশির সঙ্গে রয়েছেন পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই প্রধান ফয়েজ হামিদ। সেপ্টেম্বর মাসে তালেবান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয়ার পর কোরেশি হচ্ছেন আফগানিস্তান সফরকারী পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা।

শাহ মেহমুদ কোরেশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। তবে তালেবান সরকারকে স্বীকৃতির বিষয়ে কোনো আলোচনা হবে কিনা তা পরিষ্কার নয়। ধারনা করা হয়- তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তান হবে প্রথম সারির দেশ যারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ