18 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ইবি শিক্ষার্থীরা ঘোষণা দিলেন দুর্বার আন্দোলনের

ইবি শিক্ষার্থীরা ঘোষণা দিলেন দুর্বার আন্দোলনের

দুর্বার আন্দোলনের ঘোষণা ইবি শিক্ষার্থীদের

বিএনএ,খুলনা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আজকের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধকালে এ ঘোষণা দেন তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের সামনের সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এ নিয়ে টানা তিন দিন উপাচার্য নিয়োগের দাবিতে সড়কটি অবরোধ করলেন শিক্ষার্থীরা। অবরোধকালীন বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ৪৮ ঘণ্টার আলটিমেটাম আজকে শেষ হয়ে যাবে। আমরা আর দীর্ঘসূত্রিতা চাই না। আমরা আজকের মধ্যেই উপাচার্য চাই। যদি আজকেই উপাচার্য নিয়োগ না দেওয়া হয় আমরা আগামীকাল থেকে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলব।

তারা আরও বলেন, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন দক্ষ একাডেমিশিয়ান ও দলনিরপেক্ষ ব্যক্তিকে উপাচার্য হিসেবে চাই। যদি এই মানদণ্ড না মেনে উপাচার্য নিয়োগ না দেওয়া হয়, তাহলে আমরা সেই নিয়োগকৃত উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করব।

প্রসঙ্গত, উপাচার্য নিয়োগের দাবিতে গত ১৪ ও ১৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে মিছিল ও ছাত্র সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে শুক্রবার ও শনিবার কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এর মধ্যে শুক্রবার উপাচার্য নিয়োগের জন্য তারা ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
১৩২ বছরের রের্কড: হচ্ছে না চট্টগ্রাম বারের নির্বাচন! বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান অব্যাহত অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ প্রতিবন্ধীদের ভাতার পরিবর্তে আর্থিক স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে--- সমাজকল্যাণ উপদেষ্টা নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি ফারুক খানের ফেসবুকে স্ট্যাটাস, কারা অধিদপ্তরের ব্যাখ্যা