16 C
আবহাওয়া
১২:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » সাকিবের পর ফিরলেন লিটন, বিপদে বাংলাদেশ

সাকিবের পর ফিরলেন লিটন, বিপদে বাংলাদেশ

SAKIB

স্পোর্টস ডেস্ক: সাকিবের বিদায়ে গুড়িয়ে গেল চতুর্থ দিনের প্রথম ঘন্টার প্রতিরোধ। এদিন প্রথমবারের মতো আক্রমণে এসেই সাকিবকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। আউট হওয়ার আগে ৫৬ বলে ৩ চারে ২৫ রান করেছেন সাকিব। এরপর উইকেটে থিতু হওয়ার আগেই লিটনকে ফেরালেন জাদেজা। এতে পতন হল বাংলাদেশের ষষ্ঠ উইকেট।

বাংলাদেশের রান ৬ উইকেটে ২০৫। ৭৩ রানে ব্যাট করতে থাকা শান্তর সঙ্গী হয়েছেন মিরাজ।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছিল ভারত। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও। বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন রোহিত শর্মারা।

যশস্বী জয়সোয়াল ১০, অধিনায়ক রোহিত ৫ ও বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ