18 C
আবহাওয়া
১২:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৩১, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত নামা প্রাইভেটকারের ধাক্কায় ৪ সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহানা বেগম (৪৫)। তিনি মিরসরাই পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড গোভনীয়ার মোঃ মনছুরের স্ত্রী।

বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) রাত ৮টার সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, তার চাচী শাহানা বেগম ছেলেকে হাসপাতালে ডাক্তার দেখানোর পর বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা প্রাইভেটকারের ধাক্কায় মারাত্মক আহত হয়। এতে তার একটি পা ভেঙ্গে যায় ও মাথায় আঘাত লাগে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় সেবা হাসপাতালে নিলে সেখান থেকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড কমিশনার জহির উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার নির্বাচনী এলাকার ৪ সন্তানের এক জননীর মৃত্যুতে ব্যাক্তিগত ভাবে অত্যান্ত শোকাহত। তার ছোট ছোট ৪ সন্তান এতিম হয়ে গেল।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ