29 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আজ বিশ্ব গণ্ডার দিবস

আজ বিশ্ব গণ্ডার দিবস


বিএনএ ডেস্ক : প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়।  সেই সব দিবস গুলোর মধ্যে একটি হলো বিশ্ব গণ্ডার দিবস।সারা বিশ্বজুড়ে যেভাবে চোরা শিকারের জন্য বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে তার থেকে গন্ডারদের রক্ষা করার জন্য বিশ্ব গণ্ডার দিবস পালিত হয়। প্রতি বছর ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালিত হয়।

২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড সাউথ আফ্রিকা ২২ সেপ্টেম্বরকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করে। তারপর থেকে প্রতিবছর ঐ দিনটিতে বিশ্ব গন্ডার দিবস পালিত হয়ে আসছে। সব বন্য প্রাণীদের মধ্যে গন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী।

সারা বিশ্বজুড়ে পাঁচ ধরনের গন্ডার হয়, আফ্রিকায় পাওয়া যাওয়া সাদা এবং কালো গন্ডার, একশৃঙ্গ গন্ডার এবং জাভা ও সুমাত্রায় পাওয়া যাওয়া এশিয়ান গন্ডারের প্রজাতি। এইসব বিপন্ন প্রজাতির গন্ডারদের বাঁচানোর জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ