20 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় মা ছেলের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় মা ছেলের মরদেহ উদ্ধার


বিএনএ, কুষ্টিয়া : কুষ্টিয়ার থানাপাড়ার পুরাতন বাঁধ এলাকায় নিজ বাড়ি থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, আকলিমা খাতুন (৩৫) ও তার ছেলে জিম (২)। আকলিমা খাতুন কুষ্টিয়া শহরের থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার অটো রিকশা চালক রতনের স্ত্রী।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, স্বামী রতনের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে আকলিমা খাতুন ও তার ছেলে জিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার পর মা আকলিমা খাতুন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ