27 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯


বিএনএ, বিশ্বডেস্ক : উত্তর-পশ্চিম চীনে নির্মাণাধীন একটি সেতুর দড়ি ছিঁড়ে সাত জন নিহত এবং নয় জন নিখোঁজ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

দেশটির পিপলস পিপলস ডেইলি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে যখন দড়িটি ছিঁড়ে যায়। তখন কিংহাই প্রদেশের হলুদ নদীর ওপর বিস্তৃত ওই সেতুতে ১৫ জন শ্রমিক ও একজন প্রকল্প ব্যবস্থাপক কাজ করছিলেন।

প্রতিবেদন অনুসারে, সিচুয়ান-কিংহাই রেলওয়ের সেতুটি বিশ্বের বৃহত্তম-স্প্যান ডাবল-ট্র্যাক রেলওয়ে কন্টিনিউয়াস স্টিল ট্রাস আর্চ সেতু।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইয়েলো নদীর ওপর অবস্থিত চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজ, যা দেশের দ্বিতীয় দীর্ঘতম হিসাবে পরিচিত।

পিপলস ডেইলি ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে যে আংশিকভাবে নির্মিত সেতুটির মাঝখানের অংশটি এখনও সম্পূর্ণ হয়নি, দুটি বিশাল ভারা টাওয়ার ও এর পাশে বেশ কয়েকটি ক্রেন রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে ধসের পর ১৩ জন নিখোঁজ হন। তবে ওই ঘটনায় কেউ বেঁচে থাকার খবর পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ চীনের শেনজেন শহরটিতে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে ধসের পর ১৩ জন নিখোঁজ হন। বেঁচে থাকার কোনও খবর পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ