17 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ববিতে গণবিক্ষোভ ও সমাবেশ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ববিতে গণবিক্ষোভ ও সমাবেশ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ববিতে গণবিক্ষোভ ও সমাবেশ

বিএনএ, ববি: ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিছিলটি শুরু হয়ে মূল ফটকে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী লিনূর ভূইয়া বলেন, আমরা ভারতকে হুশিয়ার করে বলতে চাই, এই কৃত্রিম বন্যায় আমাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব ভারতকে দিতে হবে। আপনাদের সৃষ্টি বন্যায় আমাদের বাড়িঘর ভাসিয়ে দিয়ে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান, তাহলে আন্তর্জাতিক নদী আইন মেনে আমাদের পানির অধিকার আমাদেরকে দেন।

আরেক বিক্ষোভকারী শিক্ষার্থী রশিদ সরদার বলেন, ভারত আমাদের প্রতি দীর্ঘদিন থেকে অন্যায় করে আসছে। তারা আমাদের অধিকার হরন করেছে। অন্তর্জাতিক নদী আইন আমান্য করে তারা এবার যে ন্যাক্কারজনক খেলায় মেতেছে এর পরিণাম ভয়াবহ হবে। আমরা ভারতকে এই বার্তা দিতে চাই যে আর কোন অন্যায় সহ্য করা হবে না। এখন থেকে সকল প্রকার অন্যায়ের উচিত জবাব দেওয়া হবে।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার