20 C
আবহাওয়া
২:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » লিডসে বিধ্বস্ত চেলসি

লিডসে বিধ্বস্ত চেলসি

চেলসি

স্পোর্টস ডেস্ক: দলবদলের বাজারে চলতি মৌসুমে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। প্রথম তিন ম্যাচ থেকে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে টমাস টুখেলের দল। অপেক্ষাকৃত দুর্বল দল লিডস ইউনাইটেডের বিপক্ষেও হেরেছে চেলসি। লিডসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে ব্লু’রা।

প্রথমার্ধেই ২-০তে পিছিয়ে পড়ে চেলসি। চার মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় লিডস। ৩৩তম মিনিটে গোলরক্ষক মেন্ডির ভুলে লিডসকে এগিয়ে নেন ব্রেন্ডেন আরোনসন। ৩৭তম মিনিটে ব্যবধান বাড়ান রদ্রিগো মরেনো।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিডসের ওপর চাপ বাড়ায় চেলসি। কিন্তু গোল শোধের বদলে উল্টো হজম করে বসে সফরকারীরা। ৬৯তম মিনিটে লিডসের হয়ে তৃতীয় গোলটি করেন জ্যাক হ্যারিসন।

৮৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে দেখে মাঠ ছাড়েন চেলসি ডিফেন্ডার কালিদু কুলিবালি। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে লিডস ইউনাইটেড।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ