16 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চোটের কবলে ইকার্দি

চোটের কবলে ইকার্দি

চোটের কবলে পিএসজি ইকার্দি

বিএনএ,স্পোর্টসডেস্ক : ডান কাঁধে চোট পেয়েছেন পিএসজির মাউরো ইকার্দি। এই চোটের কারনে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই আর্জেন্টাইন খেলোয়াড়ের। রোববার(২২ আগস্ট) পিসজির এক বিবৃতিতে জানায় স্ক্যান করা হয়েছে তার কিন্তু তাতে কোন চিড় ধরা পড়েনি।

গত শুক্রবার স্তাদ ব্রেস্তওয়ার বিপক্ষে ম্যাচে চোট পান ইকার্দি। ওই ম্যাচে পিএসজি জয় পায় ৪-২ গোলে । ম্যাচ শেষ     হবার খানিক আগে ব্যথার বাড়ার কারনে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার।

আগামী রোববার  রাঁসের বিপক্ষে ইকার্দিকে পাবে না পিএসজি। একই কারনে চলতি বছরের সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনা দলেও তার সুযোগ পাওয়া অনেকটা অনিশ্চিত।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনিজুয়েলা, ব্রাজিল এবং বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ