20 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে ৪ কোটি টাকার আফিমসহ আটক ১

বান্দরবানে ৪ কোটি টাকার আফিমসহ আটক ১

বান্দরবানে ৪ কোটি টাকার আফিমসহ আটক ১

বিএনএ, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়ি এলাকা থেকে  ৪ কেজি ৩০০ গ্রাম আফিমসহ  প্রুথোয়াই মারমা (৭০) নামে একজনকে আটক করেছে র‌্যাব । উদ্ধারকৃত আফিমের  আনুমানিক মূল্য ৪ কোটি ৩০ লক্ষ টাকা ।রোববার (২২ আগস্ট) উপজেলার কচ্ছপতলি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আফিমসহ তাকে আটক করে র‌্যাব।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার কচ্ছপতলি পাড়ার বাসিন্দা মৃত পাইশৈ মারমা ছেলে প্রুথোয়াই মারমা দীর্ঘদিন ধরে কবিরাজির নামে আফিম ব্যবসা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর উপ পরিচালক মেজর নাসিরের নেতৃত্বে কচ্ছপতলি এলাকায় তার বাসায় অভিযান চালায়। এ সময় ৪ কেজি ৩০০গ্রাম আফিমসহ কারবারী প্রুথোয়াই মারমাকে আটক করেন।  পরে র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য আইনের প্রুথোয়াই মারমার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মামলা দায়ের করেছে।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবির বলেন, রোয়াংছড়িতে কচ্ছপতলি এলাকার র‌্যাব অভিযান চালিয়ে কথিত আফিমসহ এক কারবারিকে আটক করে থানায় মামলা দায়ের করেছে । উদ্ধারকৃত আলামত ও আসামিকে হস্তান্তর করেছে র‌্যাব।

বিএনএ/ ওজি .

Loading


শিরোনাম বিএনএ