26 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক মাসুদুল হককে হুমকিঃ বিএফইউজের নিন্দা

সাংবাদিক মাসুদুল হককে হুমকিঃ বিএফইউজের নিন্দা

সাংবাদিক মাসুদুল হককে হুমকিঃ

বিএনএ, চট্টগ্রাম :’ডিবিসি’ নিউজ চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো ইন-চার্জ মাসুদুল হককে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

এক বিবৃতিতে তিনি সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে হুমকিদাতা দোষীদের গ্রেপ্তার এবং উপযুক্ত বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে হুমকি প্রদানের ঘটনা গণতন্ত্রের জন্য শোভন নয়। হুমকিদাতাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের দায়িত্ব পবিত্র রাষ্ট্রেরই। ‌

উল্লেখ্য, ‘ভুঁইফোড় সংগঠন’ ও ‘নিবন্ধনহীন আইপি টিভি ও অনলাইন টিভি’ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করে ডিবিসি নিউজ।
সংবাদ পরিবেশনের পর অজ্ঞাতনামা ব্যক্তিরা সাংবাদিক মাসদুল হককে মোবাইল ফোনে বিভিন্ন ধরণের হুমকি দেন।
নিরাপত্তা চেয়ে নগরীর কোতোয়ালী থানায় গত শনিবার একটি সাধারণ ডায়রি (জিডি) করেন সাংবাদিক মাসুদুল হক।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ