24 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » তালেবানের কাছে যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ করেছে : ট্রাম্প

তালেবানের কাছে যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ করেছে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা চাইলে সসম্মানে আফগানিস্তান থেকে বিদায় নিতে পারতাম এবং সেটিই উচিত ছিল। কিন্তু বাস্তবে যা ঘটেছে, তাতে আমরা সসম্মানে বিদায় নিয়েছি- তা বলার কোনভাবে বলা যায় না।

রোববার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য অ্যালাবামার কালম্যান শহরে নিজদলের সমর্থকদের এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখেন।

সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি সত্যি হতভম্ব হয়েছি আফগানিস্তান থেকে এত দ্রুত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত দেখে। সম্ভবত এর আগে যুক্তরাষ্ট্র এ জাতীয় কোনো বিষয়ে এত অদক্ষতার পরিচয় দেয়নি। এ ঘটনাকে সেনা প্রত্যাহার না বলে, তালেবানদের কাছে আত্মসমর্পণ বলা যায়।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে সসম্মানে আফগানিস্তান থেকে বিদায় নিতে পারতো এবং সেটিই উচিত ছিল। কিন্তু বাস্তবে যা ঘটেছে, তাতে আমরা সসম্মানে বিদায় নিয়েছি- তা বলার কোনো উপায় নেই।

আফগানিস্তান থেকে এত দ্রুত সেনা প্রত্যাহারের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অদক্ষতা বলে মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ