বিএনএ, ফেনী: ছাগলনাইয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার,ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা কৃষক লীগ। শনিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনির আহমেদ মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল হাই ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি,
ছাগলনাইয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ,জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার।
তিনি প্রত্যেককে ৫০ টি করে চারাগাছ রোপন করে জলবায়ুকে স্থিতিশীল রাখার জন্য অনুরোধ করেন।
বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এনামুল মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকি চৌধুরী শিমুল, জেলা যুবলীগের সহ সম্পাদক আবু জাফর সরওয়ার টিটু মেম্বার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: কফিল উদ্দিন কফিল, উপজেলা যুবলীগের সহ সভাপতি রবিউল হক রবি, পৌর কৃষকলীগের সভাপতি সলিম উল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহামায়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক খোকা মিয়া, পাঠাননগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ঘোপাল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক আবুল কালাম, রাধানগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সালাউদ্দিন কামাল, সাধারণ সম্পাদক নুরুল আলম, শুভপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউসুপ ভূঁইয়া, সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন , ওজি