বিএনএ,বিশ্ব ডেস্ক: সোমবার দিনভর যুদ্ধ শেষে মঙ্গলবার(২২জুন) ভোরে তালেবানরা কুন্দুজ প্রদেশও দখল করে নিল। এনিয়ে তারা দেশটির ৫টি প্রদেশ পুরোপুরি দখল নিয়ে প্রশাসনের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। খবর ডনঅনলাইনের।
খবরে বলা হয়, কুন্দুজ প্রদেশ দখল করার সময় সংঘাতে কতজন তালেবান বিদ্রোহী ,সরকার পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছে তা অস্পষ্ট। কোন পক্ষই হতাহতের বিষয়টি নিশ্চিত করে নি। তবে সরকার সমর্থিত অনেক পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য আত্মসমর্পন করেছে তালেবানদের কাছে। তালেবানরা তাদের টাকা পয়সা দিয়ে পরিবারের কাছে ফেরত পাঠাচ্ছে।
ভয়াবহ সংঘাতের আশংকায় বিভিন্ন প্রদেশ হতে ভীত সন্ত্রস্ত লোকজন পরিবার নিয়ে রাজধানীর দিকে পালিয়ে যাচ্ছে। তালেবানরা রাস্তায় রাস্তায় ব্যরিকেড দিয়ে গাড়ি তল্লাশি চালাচ্ছে দখলকৃত প্রদেশগুলোতে।
বিএনএ, এসজিএন