26 C
আবহাওয়া
১২:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২২৬

চট্টগ্রামে করোনা : আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২২৬


বিএনএচট্টগ্রাম :  গত ২৪ ঘণ্টায় ( রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ৯৯০টি নমুনা পরীক্ষায় করোনা রোগে আক্রান্ত হয়েছে ২২৬ জন। আক্রান্তদের মধ্যে নগরে ১৩১ জন এবং উপজেলায় ৯৫ জন। এনিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৩৯৭ জন। একই সময় করোনা রোগে আক্রান্ত হয়ে নগরে ১ জন মৃত্যবরণ করেছে। মঙ্গলবার (২২ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭৮টি নমুনা পরীক্ষায় ৭৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৬টি নমুনা পরীক্ষায় ৪২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় ১০ জন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষায় ১৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ২৫টি নমুনা পরীক্ষায় ১২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ১৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৬টি নমুনা পরীক্ষায় ২২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় ১৬ জন,  মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষায় ৬ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এ দিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোন নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডাসেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২৬ জন বেড়ে করোনা রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৯৭ জন। যাদের মধ্যে নগরে ৪৪ হাজার ৩৫৯ জন এবং উপজেলায় ১২ হাজার ৩৮ জন। একই সময় কোভিড-১৯ রোগে ১ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৬৬২জন। যাদের মধ্যে নগরে ৪৬৩ জন এবং উপজেলায় ১৯৯ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ