17 C
আবহাওয়া
১১:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফের একসঙ্গে তাহসান-মিথিলা!

ফের একসঙ্গে তাহসান-মিথিলা!

মিথিলা

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় জুটি তাহসান-মিথিলা। বিচ্ছেদের পর তাদের একসঙ্গে দেখা যায়নি। ফের একসঙ্গে দেখা যাবে এক সময়ের জনপ্রিয় এই জুটিকে। ‘বাজি’ শিরোনামে সাত পর্বের ওয়েব সিরিজে অভিনয় করছেন দুজন।

আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’তে তাহসান অভিনয় করছেন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। সিরিজটি দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। চলতি বছরেই এটি মুক্তি দেয়া হবে।

তাহসান ও মিথিলার ২০১৭ সালে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে তারা দুই মেরুর বাসিন্দা। তবে তাদের মেয়ের কারণে দুজনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট আছে।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম।’

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ