26 C
আবহাওয়া
৭:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

বিএনএ, রাজবাড়ী: রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে জেলার কালুখালী এবং সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কমরপুর গ্রামের বাবু মণ্ডলের স্ত্রী শেফালী বেগম (৩২) এবং সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের মজের শেখের ছেলে বিজয় শেখ (১৬)।

জানা গেছে, সোমবার দুপুরে গোসল শেষে বাড়ি ফিরে ভেজা হাতে টেলিভিশনের সুইচ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন শেফালী বেগম। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদত মিরাজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

অপরদিকে রাজবাড়ী সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের বিজয় শেখ কলেজ থেকে বাড়ি ফিরে তাদের নতুন ঘরের বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বিদ্যুৎস্পৃষ্টে বিজয় শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ