16 C
আবহাওয়া
৯:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক

ফেনীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বিএনএ, ফেনী: ফেনীতে একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) রাতে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আলিমুদ্দীন রোডের নয়ন টাওয়ারের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

আনিছুর রহমান ওই ভবনের নিরাপত্তা প্রহরী ছিলেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় ফুলহাতা পঞ্চগ্রামে।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, রাত ১১টার দিকে আনিসুর রহমান রান্না করার জন্য নিচ তলায় অবস্থিত তার কক্ষে গ্যাসের চুলা জ্বলাতে আগুন ধরায়। সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে আগুনে দগ্ধ হয় আনিসুর রহমান। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, রান্না করার সময় গ্যাস লিকেজ হলে আর নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে আনিসুর রহমান মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ