16 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

ঢামেক হাসপাতাল

বিএনএ, ঢাকা : রাজধানীতে প্রচণ্ড গরমের মধ্যে রিকশা চালানোর সময় অসুস্থ হয়ে আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  নার্সিং কলেজের পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে  দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল আউয়াল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের আজম আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করে রাজধানীর শনির আখড়া ও আশপাশের এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, আব্দুল আউয়াল রিকশা চালিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন।  পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ