16 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাদাম বিক্রেতার মৃত্যু

রাজধানীতে ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাদাম বিক্রেতার মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর সিপাহীবাগে নিজের রুমের সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. কাজিমুদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

কাজিমুদ্দিনকে ঢামেকে নিয়ে আসা মো. লিটন জানান, কাজিমুদ্দিন বাদাম বিক্রি করতেন। সিপাহীবাগের চৌধুরীবাড়ি মোড় এলাকায় এক টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। বাসার সিলিং ফ্যান নষ্ট হলে গরমে অতিষ্ঠ হয়ে নিজেই মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কাজিমুদ্দিন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উত্তর নন্দনপুর গ্রামের আয়াত আলীর সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ