বিএনএ ডেস্ক : জেনিনে দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় ফিলিস্তিনি। শনিবার(২২ এপ্রিল) সকালে এই হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আল-খালিল শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ে হামলা চালায়। সামরিক যানগুলো শহরে হামলা চালায়। এ সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা পাল্টা জবাব দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শহীদ খালিল সোলায়মান হাসপাতালের কাছে এই সংঘর্ষ বাধে।
দখলদার সেনারা জেনিন শরণার্থী শিবিরে যুদ্ধের বুলেট ব্যবহার করেছে। এতে দুইজন ফিলিস্তিনি নিহত হন। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাল্টা জবাবে জেনিন শরণার্থী শিবির থেকে পিছু হটে যায় দখলদার সেনারা।
বিএনএ/ ওজি