16 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ঈদের নামাজে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ঈদের নামাজে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সংঘর্ষ

বিএনএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঈদের নামাজকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।শনিবার (২২ এপ্রিল) সকালে হোসেনপুরে বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল বীর কাটিহারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বীর কাটিহারী ঈদগাহে আগে-পরে ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও মারধরে নজরুল ইসলামসহ অন্তত ৩০ জন আহত হন।গুরুতর আহত নজরুল ইসলামকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ঘটনার সময় উভয়পক্ষ পরস্পরের ঘরবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ