বিএনএ, ঢাকা : ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত।
সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র কেন্দ্র পরিদর্শন করেন।
এবছর সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬০ হাজারের মত আবেদন করেন।
১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়।
এর আগে শিক্ষার্থীরা ২০ মার্চ সকাল থেকে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পান। এবার ডেন্টাল ভর্তির আবেদন ফি ছিল এক হাজার টাকা। এরপর প্রবেশপত্র সংগ্রহের সময় ছিল ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।
বিএনএনিউজ/এইচ.এম।