27 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মাহামাত দেবি চাদের নতুন প্রেসিডেন্ট

মাহামাত দেবি চাদের নতুন প্রেসিডেন্ট

মাহামাত দেবি চাদের নতুন প্রেসিডেন্ট

বিএনএ ডেস্ক : আফ্রিকান দেশ চাদের নিহত প্রেসিডেন্ট ইদরিস দেবির স্থলাভিষিক্ত হিসেবে তার ছেলে মাহামাত ইদরিস দেবির নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি সনদ প্রকাশ করা হয়েছে।৩৭ বছর বয়সী এই জেনারেল সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কার্যক্রম পরিচালনা করবেন।

নতুন এই সনদে আগের সংবিধান বাতিল করা হয়েছে। আর এখন থেকে এই সনদই প্রজাতন্ত্রের মৌলিক আইন হিসেবে বাস্তবায়ন করা হবে।
তরুণ জেনারেল মাহামাতকে দেশটির সশস্ত্র বাহিনীর সুপ্রিম নেতা হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইদরিস দেবি প্রায় ত্রিশ বছর ধরে আফ্রিকান দেশটিকে কঠোর হাতে শাসন করেন। একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সামরিক বাহিনীর লড়াইয়ের সময় তিনি যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে নিহত হন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ