চাঁদপুরে দলিল লেখকদের ১০টি অফিস ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
37 C
আবহাওয়া
৫:১৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৫
Bnanews24.com
Home » চাঁদপুরে দলিল লেখকদের ১০টি অফিস ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

চাঁদপুরে দলিল লেখকদের ১০টি অফিস ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

চাঁদপুরে দলিল লেখকদে ১০টি অফিস ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

বিএনএ,চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দলিল লেখকদের ১০টি অফিস ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাজারের স্টেশন রোড জেলা পরিষদ মার্কেট সংলগ্ন পৌরসভা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় ফায়ার সার্ভিস ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম ও মাসুদ আলম দাবী করছেন, হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এ মার্কেট নিয়ে পূর্বের দ্বন্দ্ব রয়েছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তাই পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা এসব দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

তারা আরো বলেন, এখানে কয়েকজন দলিল লেখকের অফিস। উপজেলার কয়েক হাজার দলিল ছিলো। দোকানগুলো পুড়ে যাওয়ায় শুধু ব্যবসায়ীরা নয় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো উপজেলা। তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।
বিজ্ঞাপন

হাজীগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম বলেন, দুর্ঘটনা সব সময়ই দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনার আড়ালে যদি কেউ স্বার্থ হাসিল করে বা ষড়যন্ত্র করে ব্যবসায়ীদের ক্ষতি করে থাকে, সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মোতালেব মিয়া বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ আগুনে দলিল লেখক ও ব্যবসায়ীদের সহ ১৪ টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ