29 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৫
Bnanews24.com
Home » প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন


বিএনএ,ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন।

শনিবার (২২ মার্চ) দুপুরের মধ্যে যমুনায় কমিশনের সদস্যরা এ প্রতিবেদন জমা দেবেন।

প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, শনিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর দুপুর ১টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন রোববার (২৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আসন্ন বিনিয়োগ সম্মেলন নিয়ে আলাদা একটি প্রেস ব্রিফিং করবেন।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ