16 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বালু বিক্রি নিয়ে সংঘর্ষে নারীর মৃত্যু

ময়মনসিংহে বালু বিক্রি নিয়ে সংঘর্ষে নারীর মৃত্যু


বিএনএ,ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে জয়নব বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) বেলা ১২ টার দিকে সদর উপজেলার বোরর চর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জয়নব বেগম ওই এলাকার আবু বক্করের স্ত্রী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই গ্রামে জালাল উদ্দিন গ্রুপ এবং রব্বানি গ্রুপের লোকজনের সাথে পুর্ব থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সরকারিভাবে খননকৃত ব্রহ্মপুত্র নদের ড্রেজারের বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় বল্লমের আঘাতে জয়নব বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় অন্তত ১০ জন। আহতদের মাঝে নিহতের ছেলে মিলন (৩৫) ও হাসান আলীর ছেলে ইসমাইল (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি মোহাম্মদ মাইন উদ্দিন আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ