বিএনএ, ঢাকা: ২০ রমজান পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। মঙ্গলবার (২২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করেছে।
উপসচিব মোহাম্মদ কামাল হোসেন সাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হলো।
এর আগে গত শনিবার নিজ এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছিলেন, করোনার কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। শিশুদের শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে আগামী ২০ রমজান পর্যন্ত চলবে সরকারি প্রাথমিকের ক্লাস কার্যক্রম।
বিএনএ/এমএফ