14 C
আবহাওয়া
৯:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » কার্গো জাহাজের মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কার্গো জাহাজের মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : শিশুসহ ৪ মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক): নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ কার্গো জাহাজের মাস্টার রমজান আলী শেখসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন-কার্গো জাহাজের মাস্টার মো. নুরুল আলম, ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন, লস্কর মো. সুমন হোসেন, মো. ইয়াসিন, সুকানী মো. জাহিদুল ইসলাম, গ্রীজার মো. রিয়াদ হোসেন।

এ দিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

বিএনএ নিউজ/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ