14 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ল্যাবএইড ও কুবির মাঝে সমঝোতা স্বাক্ষর

ল্যাবএইড ও কুবির মাঝে সমঝোতা স্বাক্ষর

ল্যাবএইড ও কুবির মাঝে সমঝোতা স্বাক্ষর

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে ল্যাব এইড ডায়াগনস্টিক কুমিল্লা শাখার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২মার্চ) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের ও ল্যাব এইড ডায়াগনস্টিকের পক্ষে কুমিল্লা শাখার ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন।

চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পরিবারের যেকোন সদস্য প্যাথলজিক্যাল টেস্টের ক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় এবং রেডিওলোজী টেস্টের ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পরিবারের যেকোন সদস্যের পরিবারের সদস্যরাও এ সুবিধা গ্রহণ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধানত তিনটি কাজ। সেগুলো হল শিক্ষা প্রদান, গবেষণা ও কমিউনিটি এঙ্গেজমেন্ট। আজকের ল্যাব এইডের চুক্তির মাধ্যমে আমরা কমিনিটি এঙ্গেজমেন্টে আরেক ধাপ এগিয়ে গেলাম। এটি একদিকে যেমন আমাদের কোয়ালিটি সার্ভিস দিবে তেমনি আমাদের খরচ কমাবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপকৃত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, ল্যাব এইড কুমিল্লা শাখার ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান, হল প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ