বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ তারেকুল ইসলামকে সভাপতি এবং বাংলা বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মো: আকবর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সোমবার (২১ মার্চ) সাবেক সভাপতি মো: জব্বার আলী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আংশিক কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি খায়রুল বাশার সাকিব, সহ সভাপতি মো: আমিমুল এহসান ও মো. এরশাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম, সাদেক হোসেন সোহেল, মোহাম্মদ মিশকাত, মুহাম্মদ শওকতুর রহমান এবং শমসেদ হোসেন৷ সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম ও মোহাম্মদ আবদুল আল নোমান৷ নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাফল্য কামনা করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়। এবং এই কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে।
বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন