30 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » ফের কমল স্বর্ণের দাম

ফের কমল স্বর্ণের দাম


বিএনএ, বিশ্বডেস্ক : দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেটের দাম কমেছে ভরিতে এক হাজার ৪৯ টাকা। এ মানের স্বর্ণ এখন ৭৭ হাজার ৯৯ টাকা ভরি দরে বিক্রি হবে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দুই দফা কমল স্বর্ণের দাম।

সোমবার (২১ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।

বাজারে নতুন দর কার্যকর হচ্ছে মঙ্গলবার থেকে।

আন্তর্জাতিক বাজার এবং দেশে বুলিয়ন বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে আসায় দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের স্বর্ণের দর প্রতি ভরি ৭৩ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতনী স্বর্ণ ৫২ হাজার ৬০৪ টাকা ভরি দরে বিক্রি হবে। তবে রুপার দর এক হাজার ৫১৬ টাকায় অপরিবর্তিত থাকছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ