26 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

ঢাকা : দৈনিক জনকণ্ঠ সম্পাদক ও প্রকাশক এবং বরেণ্য সাংবাদিক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

সোমবার(২২ মার্চ) শোকবার্তায় ড. হাছান মাহমুদ বলেন, আতিকউল্লাহ খান মাসুদ তাঁর সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে সম্পাদনা ও সাংবাদিকতায় যে নীতি ও আদর্শের দৃষ্টান্ত তৈরি করেছেন, তা অনুকরণীয় হয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ বরেণ্য সম্পাদককে হারালো।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

পৃথক শোকবার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, আতিকউল্লাহ খান মাসুদ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। দৈনিক জনকণ্ঠের মাধ্যমে তিনি সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে নতুন ধারার সূচনা করেন। তাঁর মৃত্যু অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার ক্ষেত্রে গভীর শূন্যতার সৃষ্টি করবে যা সহজে পূরণ হবার নয় ।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading


শিরোনাম বিএনএ