25 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চীনা ব্যাংক পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে

চীনা ব্যাংক পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার

বিএনএ, বিশ্বডেস্ক : চীনা ডেভলপমেন্ট ব্যাংক পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। ইতোমধ্যে ব্যাংকের বোর্ড এই ঋণের অনুমোদন দিয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার একথা জানিয়েছেন।

অর্থমন্ত্রী টুইট করেন, চলতি সপ্তাহে স্টেট ব্যাংক অব পাকিস্তান এ ঋণ পাবে বলে আশা করা হচ্ছে, এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।

চীনা ব্যাংক থেকে বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়নের বিষয়ে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, তারা আশাবাদী চীনের সব ঋণ শিগগিরই পুনঃঅর্থায়ন করা হবে।

৫০০ মিলিয়ন ডলার ও ৮০০ মিলিয়ন ডলারসহ আরও দুটি বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়ন করা হবে বলে আশা করা হচ্ছে বলে পাকিস্তান সরকারি সূত্র জানিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ