বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (UGDP) JICA এর অর্থায়নে ব্লক-বাটিক ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের সাথে প্রশিক্ষণ ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নানান সুযোগ-সুবিধা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, ইউডিএফ পাপিয়া চাকমা ও ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান।
বিএনএ/ বাবর মুনাফ,ওজি