25 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ড. আনিসুজ্জামান রিমন

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ড. আনিসুজ্জামান রিমন

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ড. আনিসুজ্জামান রিমন

বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন।

শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের ৫৪ তম সভায় নতুন সদস্য হিসেবে মনোনীত হন তিনি। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, ড. রিমন বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের বর্তমান প্রভোস্ট। এছাড়াও নোবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ