21 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ঋণ পরিশোধ ব্যর্থ হয়ে আত্মহত্যা

ঋণ পরিশোধ ব্যর্থ হয়ে আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ,ঢাকা : রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় ধারের টাকা পরিশোধ করতে না পেরে নিজাম মৃধা (৪৫) নামে এক প্রাইভেটকার চালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ( ২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মৃতের বড় ছেলে সিফাত মৃধা জানায়, আমার বাবা একজন প্রাইভেটকার চালক ছিলেন। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ওই টাকার জন্য বিভিন্ন সময় বাসায় পাওনাদাররা আসত। এ নিয়ে বাবা সবসময় হতাশার মধ্যে থাকত। সে আরও জানায়, পুলিশ এসে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় বলেন, আমরা খবর পেয়ে মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তিনি আরও জানান, পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি ধারের টাকা মিটাতে না পেরে মানসিক চাপে তিনি সোমবার দিবাগত গভীর রাতে আত্মহত্যা করেছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে জনক ছিলেন।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ